রাশিয়ায় ইরানের তেলবহির্ভূত রপ্তানি ১২ শতাংশ বেড়েছে

মার্কিন ও তার ইউরোপীয় মিত্রদের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটিতে বেড়েছে তেলবহির্ভূত রপ্তানি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) দেওয়া তথ্যে বলছে, গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ছয় মাসে (মার্চ ২০ থেকে সেপ্টেম্বর ২১) রাশিয়ায় ইরানের তেলবহির্ভূত রপ্তানি মূল্যের দিক দিয়ে বেড়েছে ১২ শতাংশ।
আইআরআইসিএ’র তথ্য অনুযায়ী, ইরান চলতি ইরানি বছরের প্রথমার্ধে রাশিয়ায় ৪৯৪ মিলিয়ন মার্কিন ডলারের অধিক মূল্যের ১ দশমিক ৩ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে। আইআরআইবি এই খবর জানিয়েছে।
রুশ ফেডারেশনে ইরানের তেলবহির্ভূত রপ্তানি ওজনের দিক থেকেও ২০ শতাংশ বেড়েছে।
এই বছরের প্রথমার্ধে রাশিয়ায় প্রধান রপ্তানিকৃত পণ্যগুলির মধ্যে রয়েছে বেল মরিচ, পলিস্টাইরিন এবং খোসাযুক্ত পেস্তা, যা দেশটির মোট রপ্তানি মূল্যের যথাক্রমে ৫ দশমিক ৯ শতাংশ, ৫ দশমিক ৮ শতাংশ এবং ৪ দশমিক ৯ শতাংশ। সূত্র: তেহরান টাইমসঢাকাটাইমস/১৪অক্টোবর/ইএস

মন্তব্য করুন