ভারতে পালানোর সময় শেরপুর আ. লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে আটক

ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে (৭১) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টে ভারতে যাচ্ছিলেন শেরপুর জেলা সদরের পুরাতন গোহাটি গ্রামের চন্দন কুমার। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শেরপুর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে, যেটি গত ১২ আগস্ট দায়ের হয়। আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে শেরপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, তাদের কাছে গোপন খবর ছিল শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ পথে ভারতে পালাবেন। তাকে ধরতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ইমিগ্রেশনে অবস্থান নেন। তার পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে গেলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বীকার করেন তার রাজনৈতিক পরিচয়। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/মোআ)

মন্তব্য করুন