ভিনিসিউসের ব্যালন ডি’অর না পাওয়াটা ‘অন্যায়’: ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৪:৩৩
অ- অ+

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। ভিনিসিউস জুনিয়র, নাকি রদ্রি-চলতি বছর কার হাতে উঠছে এই অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিলই। শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। তবে নানা নাটকীয়তা শেষে ব্যালন ডি'অর পুরস্কার ওঠেনি ভিনির হাতে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি জিতেছেন এবারের ব্যালন ডি'অর পুরস্কার।

তবে ভিনি এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ মনে করে, এই পুরস্কারের যোগ্য ছিলেন ভিনিই। যার প্রতিবাদ স্বরূপ তারা এই অনুষ্ঠান বর্জন করে। প্যারিসের অনুষ্ঠানে যায়নি ক্লাবটির কেউই।

ভিনিকে নিয়ে এবার কথা বলেছেন ব্রাজিলের কোচ দরিভালও। তার মতে ভিনির সঙ্গে যা হয়েছে তা 'অন্যায়'। তিনি বলেছেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

অবশ্য রদ্রিরও প্রশংসা করেছেন দরিভাল। তার মতে, এই ফুটবলারেরও অবদান আছে। তিনি বলেছেন, ‘যে এই পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে।'

তিনি আরও বলেন, 'কিন্তু ভিনিসিউস যা করেছে, সে জন্য তার অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’

(ঢাকাটাইমস/ ০২ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নকে’ দেখা গেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা