সাউথইস্ট ব্যাংকের ব্যামেলকো সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড মডেলে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান এ কে এম এহসান প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এবং প্রতিরোধের কৌশলগুলোর ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও এর প্রতিরোধে ব্যাংকের স্বপ্রণোদিত পদক্ষেপগুলো নিয়ে আলোকপাত করেন।
ব্যাংকের সব শাখাপ্রধান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানসহ ৩৫০ জন কর্মকর্তা সম্মেলনে অংশ নেন।
এ ছাড়া, ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপব্যবস্থাপনা পরিচালক, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তারাও সম্মেলনে অংশ নেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মাছুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। (বিজ্ঞপ্তি)
(ঢাকাটাইমস/৬নভেম্বর/মোআ)

মন্তব্য করুন