নারী আইপিএলে ৫ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১১:২১
অ- অ+

এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নামিদামি ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছিল শুধুই পুরুষদের। তবে এ ধারা থেকে বেরিয়ে বিসিসিআই গত বছর নারীদের আইপিএল শুরু করেছে। ধীরে ধীরে নারীদের আসরেও জনপ্রিয়তা বাড়ছে। ডিসেম্বরের শুরুর দিকে হতে পারে নারী আইপিএলের ২০২৫ আসরের নিলাম। অবশ্য ইতোমধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

লেগ স্পিনার পুনম যাদবকে ছেড়ে দিয়েছে দিল্লি। নিলামকে সামনে রেখে লরা হ্যারিস, অপর্ণা মণ্ডল ও আশওয়ানি কুমারিও ধরে রাখেনি দুইবারের ফাইনালিস্টরা। মুম্বাই ইন্ডিয়ান্স ইসি ইয়ং, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেইদার নাইট, নাদিনে ডি ক্লার্কের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে।

প্রথম মৌসুমে বেথ মুনির চোটে গুজরাটের অধিনায়কত্ব করা স্নেহ রানাকে ছেড়ে দিয়েছে গুজরাট। এ ছাড়া নিউজিল্যান্ডের লিয়া তাহুহু, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রেইসকেও ধরে রাখেনি তারা।

দিল্লি ক্যাপিটালস

ধরে রাখা ক্রিকেটার- মেগ লেনিং, জেমাইমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, রাধা যাদব, অরুন্ধাতি রেড্ডি, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া, মিনু মানি, স্নেহা দীপ্তি, তিতাস সাধু, মারিজান কাপ, জেস জোনাসেন, অ্যালিস ক্যাপসি, অ্যানাবেল সাদারল্যান্ড।

ছেড়ে দেওয়া ক্রিকেটার- লরা হ্যারিস, পুনম যাদব, অপর্ণা মণ্ডল, আশওয়ানি কুমারি।

গুজরাট জায়ান্টস

ধরে রাখা ক্রিকেটার- বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, লরা উলভার্ট, দায়ালান হেমলতা, তানুজা কানওয়ার, শবনম সাকিল ফোবি লিচফিল্ড, প্রিয়া মিশ্রা, তৃশা পোজিথা, মানাত কাশপ, মেঘনা সিং।

ছেড়ে দেওয়া ক্রিকেটার- লিয়া তাহুহু, ক্যাথরিন ব্রেইস. স্নেহ রানা, ভেদা কৃষ্ণমূর্তি, তারানাম পাঠান, লরেন শিটলি।

মুম্বাই ইন্ডিয়ান্স

ধরে রাখা ক্রিকেটার- আমানদীপ কৌর, আমানজোত কৌর, অ্যামেলিয়া কের, ক্লো ট্রায়ন, হারমানপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, জিন্তিমানি কালিটা, কীর্থানা বালাকৃষ্ণনান, ন্যাট সিভার-ব্রান্ট, পূজা ভাস্তকর, এস সাজানা, সাইকা ইশাক, শবনম ইসমাইল, স্বস্তিকা ভাটিয়া।

ছেড়ে দেওয়া ক্রিকেটার- ফাতিমা জাফর, হুমায়ররা কাজী প্রিয়াঙ্কা বালা, ইসি ইয়ং।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধরে রাখা ক্রিকেটার- স্মৃতি মান্ধানা, এলিস পেরি, রিচা ঘোষ, সাবিনেনি মেঘনা, শ্রেয়াঙ্কা পাতিল, জর্জিয়া ওয়ারেহাম, আশা সোবহানা, রেনুকা সিং, সোফি ডিভাইন, সোফি মোলিনিউ, একতা বিশট, কানিকা আহুজা, ক্যাট ক্রস, ড্যানি ওয়াট।

ছেড়ে দেওয়া ক্রিকেটার- হেইদার নাইট, নাদিনে ডি ক্লার্ক, শুভা সাতিশ, দিশা কাসাত, ইন্দ্রানী রয়, শিমরান বাহাদুর, শ্রদ্ধা পোকারকার।

ইউপি ওয়ারিয়র্স

ধরে রাখা ক্রিকেটার- অ্যালিসা হিলি, কিরান ন্যাভগিরে, শোয়েতা শেহরাত, দীপ্তি শর্মা, চামারি আতাপাত্তু, গ্রেস হ্যারিস, সোফি একলেস্টন, তাহলিয়া ম্যাকগ্রা, রাজেশ্রী গায়কোয়াড়, সায়মা ঠাকুর, অঞ্জলি সারভানি, গোহার সুলতানা, পুনম খেমার, উমা ছেত্রী, ভ্রিন্দা দীনেশ।

ছেড়ে দেওয়া ক্রিকেটার- পারভাশি চোপড়া, লাক্সমি যাদব, এস ইয়াশরি, লরেন বেল।

(ঢাকাটাইমস/ ০৮ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা