ভাবতাম সিনেমা মুক্তির পর ফারুকী ভাই দেশে থাকবেন কীভাবে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২
অ- অ+

দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ আজ শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে। রাজনৈতিক স্যাটায়ার নিয়ে নির্মিত এই সিনেমা নিয়ে আছে আলোচনা। এই গুণী নির্মাতা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

সিনেমা মুক্তির আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবির প্রিমিয়ার হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে চলচ্চিত্র সমালোচক, অভিনয়শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা সিনেমা উপভোগ করেছেন।

সিনেমাটি দেখার পর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। পোস্টে সামি লিখেছেন, 'বিশেষ ব্যবস্থায় Mostofa Sarwar Farooki'র ৮৪০ সিনেমার প্রিমিয়ার দেখলাম।

যেহেতু নির্মাণের সময় থেকেই সিনেমার প্লট জানতাম, সেই কারণে ফারুকী ভাই'র সাথে আলাপ হলেই প্রশ্ন উঠতো এই সিনেমা মুক্তির পর তিনি দেশে থাকবেন কীভাবে? তারপর তো জুলাই'তে ফারুকী ভাই অস্ট্রেলিয়া আর আমি লন্ডন। দুইজনই প্রতিদিন রুটিন করে আন্দোলন নিয়ে আলোচনা আর যদি হাসিনা সরকারের পতন ঘটে তাহলে কীভাবে সাথে সাথেই এটা প্রচার করা যায় সেই বিষয়ক ভাবনা। ট্রেইলার দেখে তো আমি পুরাই চার্জড ছিলাম! আর গতকাল দেখলাম সম্পূর্ণ সিনেমা। কোপা একটা কাজ হয়েছে, একদম কোপা! সাবাশ টিম ফারুকী অ্যান্ড ছবিয়াল।'

এর আগে নিজের ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দিত হয়েছি, হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে।’

এদিকে সিনেমাটির প্রযোজনায় আছেন নুসরাত ইমরোজ তিশা। যা তিশা প্রযোজিত প্রথম কোনো সিনেমা বাংলাদেশে রিলিজ হলো।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা