রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাইয়ের ইফতার অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৩:০০| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৩:৩৮
অ- অ+

রাজধানীর গ্রান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড কনভেনশন হলে গত শুক্রবার এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও প্রকৌশলীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত খ্যাতনামা প্রকৌশলী এবং শিক্ষা ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে অংশগ্রহণকারীরা শুধু স্মৃতিচারণই করেননি বরং ভবিষ্যৎ পেশাগত নেটওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান বলেন, ‘এই আয়োজন শুধুমাত্র বন্ধন দৃঢ় করার জন্য নয়, বরং আমাদের পেশাগত নেটওয়ার্ক আরও শক্তিশালী করতেও সহায়ক হবে। আমরা চাই, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন হোক, যেখানে সিনিয়রদের অভিজ্ঞতা ও জুনিয়রদের উদ্যম একসঙ্গে কাজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ প্রযুক্তিগত ও পেশাগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ইভেন্ট নিয়মিত আয়োজন করা হবে। এর ফলে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পেশাগত সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা ইফতার অনুষ্ঠানে জানান, এসোসিয়েশনটির ফেসবুক গ্রুপ (RPI Alumni Association - RPIAA, Rangpur) এবং ওয়েবসাইট (www.rpiaa-rangpur.org) এর মাধ্যমে সদস্য নিবন্ধন ও অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা