জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১৮:৩৩
অ- অ+

জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে এই মানববন্ধন করা হয়। এতে আইনজীবী ও তাঁদের সহকারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান, আইনজীবী মো. আনিছুজ্জামান, নজরুল ইসলাম, ফজলুল হক ও মঞ্জুর কাদের প্রমুখ।

বক্তারা বলেন, আইনজীবীরা স্বাধীন বিচারব্যবস্থার পক্ষে। তাঁরা সব সময় ধর্ষণকারীর বিপক্ষে এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন। কিন্তু গতকালের ঘটনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কতিপয় ছাত্র দায়ী। তাঁরা পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে আইনজীবীদের ওপর হামলা চালান। কয়েকজন সিনিয়র আইনজীবী আহত হয়েছেন। ৫০ বছরের মধ্যে এই আদালত অঙ্গনে কেউ এ ধরনের অরাজকতা করতে পারেননি। কিন্তু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী আদালত অঙ্গনে হামলার ধৃষ্টতা দেখিয়েছেন। আবারও যদি আদালত অঙ্গনে এসে তাঁরা এ ধরনের ধৃষ্টতা দেখানোর চেষ্টা করেন, তাহলে এখান থেকে বের হয়ে যেতে পারবেন না। আবারও যদি কেউ আইনজীবীদের ওপর হামলা করার চেষ্টাও করেন, শক্ত হাতে ওই সব সন্ত্রাসীকে প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, আদালত প্রাঙ্গণে বহিরাগতদের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। কেউ গেট দিয়ে ঢোকার চেষ্টা করলে তাঁদের আইনজীবী ও তাঁদের সহকারীরা জীবন দিয়ে হলেও প্রতিহত করবেন। আইনজীবীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না—এমন দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে জামালপুর আদালত প্রাঙ্গণে ‘সচেতন ছাত্র–জনতার’ ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২০–৩০ জন ছাত্র। বেলা দেড়টার দিকে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী তাঁদের সঙ্গে কথা বলতে যান। এ সময় আইনজীবীদের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেলেন চার জেলার ৩০০ বন্যাকবলিত মানুষ
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা