সালাহ-দিয়াজের জাদুতে দাপুটে জয় লিভারপুলের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৯
অ- অ+

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের শীর্ষে থাকা দলটি আরও একবার প্রমাণ করল তাদের সামর্থ্য। মিশরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজের জাদুতে ৬-৩ গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লিভারপুল।

রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতের ম্যাচে টটেনহ্যামের মাঠে গিয়ে ৬-৩ গোলে তাদেরকেই বিধ্বস্ত করেছে লিগ টেবিলে রাজত্ব করা দলটি। ১৬ ম্যাচে এখন ৩৯ পয়েন্ট শীর্ষে থাকা লিভারপুলের। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির, যারা আজ পয়েন্ট হারিয়েছে এভারটনের সঙ্গে ড্র করে।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে। ম্যাচের প্রথম গোলটি লিভারপুল পায় ২৩ মিনিটে। লুইস দিয়াজের গোলে এগিয়ে যাওয়া দলটি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ের গোলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফেরার পর ৫৪ ও ৬১ মিনিটে সালাহর জোড়া গোলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। সেখান থেকে দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরে টটেনহ্যাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোল ৫-৩ বানায়।

টটেনহ্যাম আরেকটি গোল পেলে লড়াই জমে যেতো। কিন্তু গোলবন্যার ম্যাচে শেষ হাসি হাসে লিভারপুল। কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ ৮৫ মিনিটে গোল করে ম্যাচের সব উত্তেজনায় পানি ঢেলে দেন। শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

(ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা