আসন্ন বিপিএলে রংপুরের হয়ে খেলা হচ্ছে না আফগান রহস্য স্পিনারের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৫
অ- অ+

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আফগানিস্তানের রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের। তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গাজানফার যিনি দুই দিকেই বল টার্ন করানোর অসাধারণ দক্ষতার জন্য পরিচিত, গত নভেম্বরে শারজাহতে বাংলাদেশ দলের বিপক্ষে এক ম্যাচে ৬ উইকেট শিকার করে সবার নজর কেড়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সী এই অফস্পিনার ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে আফগানিস্তান দল জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে রশিদ খান ব্যক্তিগত কারণে না থাকায় গজনফর প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২ জানুয়ারি শুরু হয়ে ৬ জানুয়ারি শেষ হবে। এই ব্যস্ত সূচির কারণেই গাজানফার বিপিএলে অংশ নিতে পারছেন না।

তবে গাজানফার আসতে না পারলেও রংপুরের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এ ছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়ে।

(ঢাকাটাইমস/২৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা