কেমন হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল?

শেষ হতে চলেছে ২০২৪ সাল। আসছে নতুন বছর। নতুন বছরের শুরুতে ১৬ দল নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরকে সামনে রেখে সপ্তাহ তিনেক আগে দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে খেলে এসেছে সুমাইয়ার দল। সেই আসরের স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসেনি। দুটি পরিবর্তন হয়েছে। মাহারুন নেছা ও আরভিন তানি বাদ পড়েছেন। আর দলে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে লাল সবুজদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।
গ্রুপ পর্বে সেরা তিনে থাকতে পারলে নিশ্চিত হবে সুপার সিক্স। ১২টি দল গ্রুপ-১ ও গ্রুপ-২ এ ভাগ হয়ে লড়বে সুপার সিক্সে। যেখান প্রতি গ্রুপের সেরা দুটি করে চারটি দল জায়গা করবে সেমিফাইনালে। ১৮ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এ আসরের। বাংলাদেশ স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার, ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া সুবর্ণা, নিশিতা আক্তার, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
(ঢাকাটাইমস/২৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন