গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২০| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১
অ- অ+

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি-চলতি বছর কার হাতে উঠছে এই অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিলই। নানা নাটকীয়তা শেষে ব্যালন ডি'অর পুরস্কার ওঠেনি ভিনির হাতে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি জিতেছেন এবারের ব্যালন ডি'অর পুরস্কার।

ভিনি এই পুরস্কার না জেতায় ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাননি রিয়াল মাদ্রিদের কেউই। তবে ব্যালন ডি’অর না জিতলেও ফিফা দ্য বেস্টের পুরস্কার ঠিকই জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা। এবার আরও একটি পুরস্কার জিতলেন তিনি। গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেরা খেলোয়াড়ের জন্য ১৮ জনের তালিকা করা হয়েছিল। তালিকায় ছিলেন এবারের ব্যালন ডি’অরজয়ী রদ্রির নামও। গ্লোব সকার অ্যাওয়ার্ডেও রদ্রির সঙ্গে বেশ ভালোই লড়াই হয়েছে ভিনিসিয়ুসের। তবে সবাইকে পেছনে ফেলে গ্লোব অ্যাওয়ার্ড সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভিনিসিয়ুস।

শুধু সেরা খেলোয়াড়ই নন, আরও একটি পুরস্কার জিতেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। সেরা ফরোয়ার্ডের দৌড়ে ছিলেন ১০জন। সেখান থেকে এ বছরের সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সেরা মিডফিল্ডারের পুরস্কারও গেছে রিয়াল মাদ্রিদেই। এই পুরস্কারের দৌড়ে ছিলেন মোট ১১জন। সেখান থেকে সেরা মিডফিল্ডারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। এছাড়া আরও একটি পুরস্কার জিতেছেন তিনি। গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কার জিতেছেন এই ইংলিশ তারকা।

এদিকে মেয়েদের সেরা ফুটবলারের তালিকায় ছিলেন ১২ জন। সেই তালিকায় ছিলেন বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি। গত অক্টোবরে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই তারকা। এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি।

সেরা দশটি ক্লাবের দৌড়ে ছিল মোট ১০টি ক্লাব। তবে সবাইকে পেছনে ফেলে এ বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। আর মেয়েদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা। সেরা কোচের পুরস্কারও গেছে রিয়ালের ঘরেই। এই পুরস্কারের তালিকায় ছিলেন ৭জন কোচ। সেখান থেকে সবাইকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন জর্জ মেন্ডেস। আর সেরা স্পোর্টিং পরিচালকের ‍পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের পিয়েরো অসিলিও। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্টাইকার্স লামিনে ইয়ামাল।

ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ইউরোপ ছাড়লেও পুরস্কার যেন তার পিছু ছাড়েনি। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। আর মধ্যপ্রাচ্যের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল হিলালের জর্জ জেসুস।

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল ক্লাব হচ্ছে আল আইন। তার পুরস্কার হিসেবে তারা জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবের খেতাব।

(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা