অবসরে যাচ্ছেন সংসদ সচিবালয় সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন সচিব পদমর্যাদার দুই কর্মকর্তা। তারা হলেন- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ অবসর গমনের সুবিধার্থে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এসএস/ইএস

মন্তব্য করুন