দায়িত্ব নিলেন রাজবাড়ীর নতুন ডিসি সুলতানা আক্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:১৬
অ- অ+

রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব নিলেন মিজ সুলতানা আক্তার। সোমবার জেলার ২৫তম ডিসি হিসেবে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুলতানা আক্তারকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব থেকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেয় সরকার।

একই প্রজ্ঞাপনে বিগত ডিসি মোহাম্মদ জাহিদুল মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়।

সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরি শুরু করেন। শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান সুলতানা আক্তার। উচ্চশিক্ষা শেষ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।

পরবর্তীতে জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন সুলতানা আক্তার। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা