২৪ ঘণ্টায় মোহাম্মদপুর-আদাবরে ১৯ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ২৪ ঘণ্টার (বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর) অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
একইদিন বিকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দ্রুত বিচার আইনে তিনজন, ডিএমপির আগে থাকা মামলায় দুইজন, মাদক মামলায় চারজন, প্রতারণায় মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানা থাকা চারজন রয়েছেন।
তাছাড়া আদাবর থানা পুলিশের অভিযানে শেখেরটেক ও শ্যামলী হাউজিং এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রাজনৈতিক মামলা আসামি কামরুল হাসান খোকন, নিয়মিত মামলা আসামি মনির হোসেন ও সাইফুদ্দিন আহমেদ এবং ছিনতাই মামলার আসামি সাগরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসএস/এমআর)

মন্তব্য করুন