রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ সিএনজিচালক গ্রেপ্তার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৫:১৮| আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৫:১৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত ৫ সিএনজিচালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজিচালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফরদৌস, আরিফ ও বাদল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার পূর্বাচল তিনশো ফিট সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় সড়কে চলাচলরত সিএনজিচালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে প্রতি সিএনজি থেকে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করেন। না দেওয়ায় সিএনজিচালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করে। এর প্রতিবাদে সিএনজিচালকেরা তিনশো ফিট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুদ্ধ সিএনজিচালকরা পুলিশের এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করে। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জন নামীয় সহ আরো অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

(ঢাকা টাইমস/০৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা