পরীমনির প্রাক্তন স্বামী সৌরভ ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার

আলোচিত চিত্রনায়িকা পরীনমনির প্রাক্তন স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন রাতে ডিবির একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার গ্রুপের সদস্য ছিলেন।
সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। দুই বছর প্রেমের পর ২০১২ সালের ২৮ এপ্রিল তিনি পরীমনিকে বিয়ে করেন। তবে বেশিদিন টেকেনি সে সংসার। দুই বছর পরই তারা আলাদা হয়ে যান।
(ঢাকাটাইমস/৭মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন