পুলিশের দুই সার্জেন্টকে সাহসিকতা ও উত্তম কাজের পুরস্কার দিলেন ডিএমপি কমিশনার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ২০:৪২| আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:৪৬
অ- অ+

ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের পাশাপাশি সাহসিকতা ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের দুই সার্জেন্টকে অর্থ পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত-কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়া দুই সার্জেন্ট হলেন- ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল ও উত্তরা বিভাগের সার্জেন্ট ইজাজুল রহমান অনিক।

এসময় নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল ও সার্জেন্ট ইজাজুল রহমান অনিকের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

গত ৬ মার্চ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে ডেমরা চৌরাস্তায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট সায়েদুল আমিন সোহেল। তিনি হঠাৎ লক্ষ্য করেন, এক্সপ্রেসওয়ে ইনকামিংয়ে একটি গাড়ির ড্রাইভারের সঙ্গে দুজন লোকের ধস্তাধস্তি হচ্ছে।

সার্জেন্ট সোহেল তাৎক্ষণিকভাবে গাড়িটির কাছে গিয়ে দেখেন, সেই দুই ব্যক্তি ধারালো ছুরি হাতে গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করছে। তিনি তৎক্ষণাৎ তার সার্ভিস পিস্তল বের করে ছিনতাইকারীদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।

এ সময় সার্জেন্ট সোহেল অসীম সাহসিকতার সঙ্গে ধাওয়া করে এক্সপ্রেসওয়ে থেকে লাফ দিয়ে ছুরিসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে ওই ছিনতাইকারীকে ডেমরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

সোহেলের এই বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণার জন্য ডিএমপি কমিশনার সার্জেন্ট তাকে নগদ ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন।

অন্যদিকে, আজ (রবিবার) আব্দুল্লাহপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগের সার্জেন্ট ইজাজুল রহমান অনিক। তিনি হঠাৎ একটি গাড়ির ড্রাইভারের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে সেই ড্রাইভারের কাছে গাড়িটির কাগজপত্র ও চাবি দেখতে চান। কিন্তু সে দেখাতে ব্যর্থ হয়। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার কথা বললেও সে এড়িয়ে যায়।

তখন সার্জেন্ট অনিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের নিয়ে কৌশলে গাড়িটির ড্রাইভারকে আটক করেন এবং গাড়িটি তাদের হেফাজতে নেন। অত:পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ড্রাইভার ও গাড়িটি উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

এই উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সার্জেন্ট ইজাজুর রহমান অনিককে নগদ ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার।

(ঢাকাটাইমস/৮মাচ/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা