রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকায় পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকালে শাহজাদপুর ও গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়।
এদিন দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।
তিনি জানান, আজ সকাল ৭টার দিকে গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় হতে ১৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ হাছান (২৮) ও মিনু আরাকে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৪৮) ও আবু সাইদকে গ্রেপ্তার করা হয়।
শামীম আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল তারা।
ডিএনসি জানায়, উদ্ধার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএম/এমআর)

মন্তব্য করুন