পল্লবীতে সড়ক দখল করে বসা মেলায় পুলিশের উচ্ছেদ অভিযান, স্থানীয়দের স্বস্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ২৩:১৯
অ- অ+

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদে সড়ক দখল করে বসা মেলায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। এতে করে ওই সড়ক ব্যবহারকারী ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছে।

বুধবার রাতে বাউনিয়াবাদের লালমাটিয়া মোড়ে অবৈধভাবে বসা ঐ মেলায় অভিযান চালায় পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শুনেছি সারাবছর জুড়েই সড়ক দখল করে সেখানে মেলা চলে। স্থানীয়দের দুর্ভোগের কথা চিন্তা করে আজ রাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে পুলিশের উচ্ছেদ অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা বলছে, সড়ক দখল করে মেলাটি বসানোর ফলে এতোদিন তাদের জনজীবন চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তা বন্ধের পাশাপাশি মেলার আড়ালে চললো মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও নারীদের হয়রানির মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড। অবশেষে উচ্ছেদ অভিযানের ফলে তারা শান্তিতে বসবাস ও চলাচল করতে পারবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মেলার কারণে প্রতিদিন দুপুর গড়িয়ে বিকাল হতেই ব্যস্ততম কালসি মোড়, লালমাটিয়া মোড়, শেখ কামাল চোরাই মোবাইল মার্কেট, নাভানা টাওয়ার, মিরপুর ১১ পর্যন্ত রাস্তা কার্যত অচল হয়ে পড়ত। শুধু তাই নয়, মেলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারসহ সন্ধ্যার পর সেখানে মাদক কেনাবেচাও চলতো।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা