ভৈরবে ছাগাইয়া-কাচারিঘাট-ছাগাইয়া বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৪:৩৭
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবের চার কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ছাগাইয়া-কাচারিঘাট-ছাগাইয়া সাউথ ইন্ড বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া এলাকায় বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন করেন ঢাকা জেলার সিনিয়র দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাল, কিশোরগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ প্রমুখ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নে ছাগাইয়া গ্রামে ১০০০ মিটার দীর্ঘ ছাগাইয়া-কাচারিঘাট-ছাগাইয়া সাউথ ইন্ড বেড়িবাঁধ সড়ক কাজে ব্যয় হবে চার কোটি ৩৫ লাখ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বর্ষাকালে নদীভাঙন থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষায় একটি বেড়িবাঁধ সড়ক নির্মিত হবে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আজ সবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই বেড়িবাঁধ সড়কটি নির্মিত হলে প্রতি বছর বর্ষাকালে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। তাছাড়া গ্রামটি একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠবে।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা