ভৈরবে ছাগাইয়া-কাচারিঘাট-ছাগাইয়া বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরবের চার কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ছাগাইয়া-কাচারিঘাট-ছাগাইয়া সাউথ ইন্ড বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া এলাকায় বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন করেন ঢাকা জেলার সিনিয়র দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নে ছাগাইয়া গ্রামে ১০০০ মিটার দীর্ঘ ছাগাইয়া-কাচারিঘাট-ছাগাইয়া সাউথ ইন্ড বেড়িবাঁধ সড়ক কাজে ব্যয় হবে চার কোটি ৩৫ লাখ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বর্ষাকালে নদীভাঙন থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষায় একটি বেড়িবাঁধ সড়ক নির্মিত হবে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আজ সবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই বেড়িবাঁধ সড়কটি নির্মিত হলে প্রতি বছর বর্ষাকালে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। তাছাড়া গ্রামটি একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠবে।
(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

মন্তব্য করুন