বিএনপি কখনোই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১০:২৪| আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:০৩
অ- অ+

মেঘনা উপজেলায় আর অবৈধভাবে বালু উত্তোলন চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, “বিএনপি কখনোই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। যারা পরিবেশবিরোধী ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তারা যে পরিচয়ধারী হোক না কেন, তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময়ই কঠোর অবস্থানে থাকি। মেঘনার জনগণ তাদের নদী ও প্রকৃতি রক্ষায় যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিএনপি সবসময়ই জনস্বার্থ ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেয়।”

শনিবার বিকালে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামপ্রসাদের চর মাঠে স্থানীয় গ্রামবাসী ও ছাত্র সমাজের ব্যানারে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

সেলিম ভুঁইয়া আরও বলেন, “রামপ্রসাদের চর গ্রামের মানুষ ভাববেন না আপনাদের পাশে কেউ নেই। আপনাদের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন মেঘনার বিএনপি নেতাকর্মীরা এবং সর্বোপরি জনগণ।”

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরকার, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য এস এম কবির হোসেন সরকার ও মো. সেলিম মেম্বার।

বক্তারা বলেন, রামপ্রসাদের চর ও নলচরের মতো প্রাকৃতিক ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ভাঙনের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, যদি বিএনপির কোনো নেতাকর্মী এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। তারা উপস্থিত কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কঠোর অবস্থানের আহ্বান জানান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাজহারুল ইসলাম তুহিন, নাজমুল হোসেন সজিব, রেজাউল করিম, নূরুল আমিন, জয়নাল আবেদীন, আবুল কাশেম ফালু, হাজী আকাবুদ্দিন, আনোয়ার হোসেন, তারা মিয়া, নাদির হোসেন, জুয়েল মিয়া, মুকবল হোসেন, লিয়াকত আলী, মো. সেলিম মিয়া, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, কবির হোসেন, সুমিত হাসান হিমেল, আব্দুল জলিল, মো. রনি মিয়া, ফেরদৌস বিন কাশেম ও রহিম মিয়া।

বিক্ষোভ কর্মসূচি শেষে এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তারা প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন। পরিবেশ ও নদী রক্ষায় রাজনৈতিক দলগুলোর এই সংহতি ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা