শার্শায় বিএনপির দুই নেতার সব পদ স্থগিত

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, ১১:০৫| আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:৩১
অ- অ+

শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করেছে যশোর জেলা বিএনপি।

রবিবার রাতে বিএনপির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন— শার্শা উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. ওয়াহেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন শান্তির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করে তার সকল সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শার্শা ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক এখন থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

অপরদিকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য শার্শা উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. ওয়াহেদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করে তারও সকল সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে শার্শা ইউনিয়ন বিএনপির প্রথম সহ-সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে।

এছাড়া এখন থেকে দলের কোনো কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পদ স্থগিত হওয়া নেতাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা