তিন পুলিশ সুপার নতুন দায়িত্বে

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশের এসপি, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসএস/এজে)

মন্তব্য করুন