পানি বন্ধের যেকোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে: পাকিস্তান

আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা, বাণিজ্য স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫| আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
অ- অ+

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে ভারত। প্রতিক্রিয়ায় পানি বন্ধ করার যেকোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা বাতিল, ভারতের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং (ওয়াঘা) বন্ধ এবং ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে দেশটি।

এছাড়াও নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমনকি পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, আইনমন্ত্রী আজম নাজির তারার, অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শীর্ষ সামরিক কমান্ডাররা অধিবেশনে উপস্থিত ছিলেন। কমিটি ভারতের একতরফা এবং অবাস্তব সিদ্ধান্তের ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, পেহেলগামে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এনএসসি। একই সঙ্গে এ ঘটনা পরবর্তী ভারতের পদক্ষেপগুলোকে ‘একতরফা, অন্যায্য, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং আইনি যোগ্যতা বর্জিত’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতে এরকম পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে। প্রতিক্রিয়ায় এনএসসি সিমলা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং ওয়াঘা সীমান্ত ক্রসিং অবিলম্বে বন্ধ করার ঘোষণা দিয়েছে।যারা বৈধ কাগজপত্র নিয়ে প্রবেশ করেছেন তাদের ৩০ এপ্রিলের মধ্যে ফিরে আসতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, এনএসসি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের ঘোষণাকেও প্রত্যাখ্যান করেছে, এটিকে একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি বলে অভিহিত করেছে যার কোনও ধারা একতরফা স্থগিতাদেশের অনুমতি দেয় না।

এরআগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) জরুরি বৈঠকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। একইসঙ্গে পাকিস্তানিদের দেওয়া বিশেষ ভিসা সুবিধা বাতিল, আটারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্ট বন্ধ ও নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের নিরাপত্তা কর্মকর্তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে মোট ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ূব খান সিন্ধু চুক্তি স্বাক্ষর করেছিলেন।

চুক্তি অনুযায়ী, সিন্ধু বেসিনের তিনটি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি পাকিস্তান পেয়ে থাকে। আর রাভি, বিপাশা ও সাতলুজ পানির বেশির ভাগ পায় ভারত।

চুক্তি স্থগিতের ফলে, সিন্ধু নদী এবং এর শাখানদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সাতলুজ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই নদীগুলোর পানির ওপর পাকিস্তানের লাখ লাখ মানুষ নির্ভশীল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারত শাসিত জম্মু-কাশ্মিরের পহেলগামে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিবর্ষণে ২৬ পর্যটক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। এই হামলায় ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত।

সূত্র: ডন, এক্সপ্রেস টিব্রিউন

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা