সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১২:৪৫
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমানের বিরুদ্ধে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মো. সাইদুর রহমান (৬৫) ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

অভিযুক্তরা হলেন— ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমান (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌপাকিয়া গ্রামের কৃষক মো. সাইদুর রহমান ও প্রতিবেশী বেল্লাল হোসেনের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটি রাস্তা আছে, যা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকাল ৩টার দিকে সাইদুর রহমান নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমান হামলা চালিয়ে সাইদুরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে পিটিয়ে হত্যার ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে তাদের বাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সব সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অভিযুক্ত ওই পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা