মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ নিল র্যাব কর্মকর্তারা
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জে পড়তে হয় র্যাবের কর্মকর্তাদের। এবার তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করল বাহিনীটি।
মঙ্গলবার র্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন র্যাব সদস্যরা।
তাছাড়া বাহিনীর সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতিও প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বাহিনীর সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম চালাতে জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে।
মঙ্গলবার র্যাবে কর্মরত বিভিন্ন পদবির কর্মকর্তাদের মানবাধিকার বিষয়ক আইনকানুন সম্পর্কে ধারণা দিতে সদর দপ্তরের এলিট হলে মানবাধিকার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) কে এম শহিদুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সহ সদর দপ্তরের সকল পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
র্যাব জানিয়েছে, অনুষ্ঠানে দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় এবং মিডিয়ার চোখে র্যাব ও জনগণের প্রত্যাশা বিষয়ে আলোচনা হয়। সংবিধান বিশেষজ্ঞ ও স্বনামধন্য আইনজীবী ড. শাহদীন মালিক আলোচক সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মানবাধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, যা র্যাবের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক। আলোচনার দ্বিতীয় পর্বে মিডিয়ার চোখে র্যাব ও জনগণের প্রত্যাশা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবেলা করা যেতে পারে এ বিষয়ে আলোচনা করেন।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/এমআর)
মন্তব্য করুন