কক্সবাজারে যুবককে ফোন করে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া ও জাহেদ গ্যাংয়ের বিরুদ্ধে। রবিবার রাত ১০টার দিকে তাকে ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে।
নিহত আব্দুর রহমান (৩০) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে। তাকে হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক (দক্ষিণ) মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বদি আলমের সঙ্গে নিহত আব্দুর রহমানের মশকারা থেকে কথা কাটাকাটি হয়। এরপর আব্দুর রহমান নামক যুবক বাড়িতে চলে যায়। পরে ফোন করে আবার তাকে ডেকে এনে যুবদল নেতা জাকারিয়ার নেতৃত্বে গুলি করার পাশাপাশি দা দিয়ে কোপানো হয়।
এ সময় গুলির আওয়াজ শুনে স্থানীয় জনতা জড়ো হলে ঘাতকরা দ্রুত পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আব্দুর রহমানকে হাসপাতালের নেওয়ার পথে সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি মেম্বার বাদশাহ মিয়া।
নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা বলেন, ‘আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে আজগর আলীর ছেলে জাকারিয়া, অলী আহমদের ছেলে জাহেদ হোসেন, চৌকিদার নজির আহমদের ছেলে বদি আলম, নজির আহমদের ছেলে সাদ্দাম, তারেকসহ অনেকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে । যুবদল নেতা জাকারিয়ার নেতৃত্বে আমার ভাইকে হত্যা করা হয়। আমরা খুনিদের ফাঁসি চাই।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।’
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজে)
মন্তব্য করুন