পাবনায় ৩৬ ঘণ্টার ব্যবধানে ৩ খুন, অপহরণ ১
৩৬ ঘণ্টার ব্যবধানে পাবনায় তিনজন খুন হয়েছে। এছাড়া একজন অপহরণ হয়েছে। এরমধ্যে পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ওয়ালিফ হোসেন মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।
নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। রবিবার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে আসেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুষার (২০) গলা কেটে হত্যা করে। পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এরআগে শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়।এদিকে সোমবার সকাল ৯টায় ৫ থেকে ৭ জন একটি সাদা প্রইভেটকার পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ সামনে অবস্থান করে। মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন আর ই সি প্রশিক্ষণ অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসা মাত্র মাহিন সহ ৫-৭ জন কথা বলে গাড়ি কাছে নিয়ে যায় এবং জোরপূর্ব গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থান ত্যাগ করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থান পরিদর্শন ও অপহরণকারী মাহিনের মা এবং ভাইকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে আসেন। উর্মি খাতুনকে উদ্ধারের কাজ চলছে। (ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)
মন্তব্য করুন