চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৫৭| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২০:১০
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ডভ্যানচাপায় মো. ইমরুল হক (৪৮) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল হক খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার মৃত মহিউদ্দিন হকের ছেলে। তিনি মীরসরাই উপজেলার নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানচাপায় এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা