শ্রীপুরে বাসচাপায় নারী পোশাককর্মীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা গ্রামে। তিনি শ্রীপুরের জৈনা বাজার এলাকার ফার্সিং নিট কম্পোজিট কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক সৌখিন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ ব্যাপারে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি’
তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি
ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র চর্চার আহ্বান তারেক রহমানের
১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা