বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ উত্তোলন  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৪৫
অ- অ+

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত বগুড়ার রিপন ফকির (৫০) এর মরদেহ ১১০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া বানদিঘি ফকিরপাড়া এলাকার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

রিপন ফকির গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে শহরের ২ নম্বর রেল ঘুমটি ঝাউতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাবিয়া বেগম গত ১৭ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পরে মামলার কারণে মৃত্যুর তিনমাস ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হলো। মরদেহ উত্তোলনে সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা বগুড়ার গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম, জাহিদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, রিপন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য ২৮ অক্টোবর বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে আবেদন করেন। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ কবর থেকে উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বগুড়া-কে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে মরদেহের ময়নাতদন্ত শেষে যথাযথভাবে পুনরায় দাফন করার জন্য তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, আদালতের নির্দেশে রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে যথাযথভাবে আবারও মরদেহ দাফন করা হবে।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা