জামালপুরে বিধবার বাড়িতে চাঁদাবাজি, দুই যুবক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৪
অ- অ+

জামালপুর সদর উপজেলায় বিধবা খালেদা বেগমের (৭০) বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই যুবক। সোমবার রাতে জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ডঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন- জামালপুর পৌরসভার উত্তর কাচারিপাড়া এলাকার তারা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) ও ছনকান্দা উত্তর কুটুরিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩০)।

ভুক্তভোগী খালেদা বেগম জানান, তার স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। এক ছেলে ও দুই মেয়ে তার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটা ঢাকায় থাকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তিনি এবং ছেলের বউ থাকেন।

অভিযোগ, বেশ কিছুদিন আগে থেকেই কিছু চাঁদাবাজ ৪-৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। বিধবা খালেদা বেগম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার তারা বাড়ির বাউন্ডারি ওয়াল ভাঙতে শুরু করে। কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।

এই ঘটনায় জামালপুর সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, বৃদ্ধার কাছে গ্রেপ্তার দুজন চাঁদা দাবি করতে থাকেন। সোমবার তারা আবারও চাঁদা চাইতে গেলে বৃদ্ধা দিতে অস্বীকার করলে তারা দেয়াল ভাঙতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।’

ওসি আর জানান, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বৃদ্ধা খালেদা বেগম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।’

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা