ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর প্রেমিক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৭| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:১২
অ- অ+

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার ভোরে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত তৌহিদ শেখ তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহের ছেলে।

এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

প্রসঙ্গত, শনিবার সকালে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে শাহেদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পরে ওই নারীর মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত শাহেদা (২২) ময়মনসিংহ কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পরদিন রবিবার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা