ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
ঢাকার সাভারে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাজমুল নামে একজনকে গুলি করে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তারকৃত রস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে এবং সাভার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলি করে নাজমুল নামে একজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এই রস্তম আলী। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল, নারীদের শ্লীলতাহানিসহ একাধিক অভিযোগ রয়েছে থানায়। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, রস্তম আলী ছাত্র আন্দোলনে নাজমুল নামে একজনকে হত্যা মামলার একজন আসামি। পাশাপাশি সে এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, চাঁদা আদায়সহ একাধিক অভিযোগও পাওয়া গেছে।
(ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন