খাদিজার পাশে সেলফি: এবার ক্ষমা চাইলেন সাংসদ সাবিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১১:৩৪| আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১২:০৯
অ- অ+

সিলেটে ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের কোপে আহত তরুণী খাদিজা আক্তারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এবার দুঃখ প্রকাশ করেছেন ছবিটি পোস্ট করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তিনি লিখেন, ‘আমার গতকালের স্ট্যাটাসের জন্য যদি আমার কোন ভুল হয়ে থাকে এবং কেউ মর্মাহত হয়ে থাকেন আমি এ ব্যপারে দু:খিত ।’

এই সেলফি তোলার জন্য এর আগে ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চান যুব মহিলা লীগের নেত্রী কোহেলী কুদ্দুস। তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার মৃত্যুর গুজব ছড়ানোয় এর জবাব দিতেই এই কাজ করেছেন তারা।

ছবিটি পোস্ট করা সংসদ সদস্য সাবিনাও একই কথা বলেন। তিনি বলেন, ‘মেয়েটা মারা গেছে বলে যে গুজব ছড়িয়ে পরে। আমার বান্ধবী মিরা স্ট্যাটাস দেয়, ‘বোন খাদিজা ক্ষমা করিস’ লিখে । আমাদের ছবি দেয়ার উদ্দেশ্য কেবল আমরা নারী সমাজ খাদিজার পাশে আছি এটা বোঝানোর জন্য, আর ও বেঁচে আছে এটা জানানোর জন্য।’

গত সোমবার সিলেটে সাবিনাকে কোপানোর পরদিন ভোরে তাকে ঢাকায় আনা হয়। সেদিনই স্কয়ার হাসপাতালে অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান। দেখে এসে কেউ গণমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

ফেইসবুকে ছবি প্রকাশের বিষয়ে সাবিনা লিখেন, ‘আমার যদি ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী। আমরা সব নির্যাতিত নারী সমাজের পাশে আছি, থাকবো। এটা দেয়া যদি আমার সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টিকটু হয়ে থাকে তবে আমি আন্তরিক দু:খিত।’

স্ট্যাটাসে বদরুলের ফাঁসি চেয়ে নির্মম ঘটনার নিন্দা করে বক্তব্য দেয়া হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য লিখেন, ‘আসলে আমরা যারা রাজনীতি করি তাদের চিন্তা ভাবনায় যত সততা থাকুক, আমাদের দোষ তো খুঁজে বের করতে হবে- এটাই তো স্বাভাবিক। আমি মনে করি, যা কিছু হয়েছে মঙ্গলের জন্য। অনেক কিছু আবেগ থেকে না করে চিন্তা ভাবনা করে করতে হবে।’

সাবিনা লিখেন, খাদিজার পাশে গিয়ে তারা আবেগী হয়ে উঠেছিলেন। পাশপাশি বদরুলকে ধিক্কার জানানোর বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন।

গণমাধ্যমে সমালোচনায় কিছুটা রুষ্ঠ হয়েছেন সাবিনা। তিনি লিখেন, ‘কেউ যদি কাজ করে, সমালোচনা তারই বেশি হয়। ...তার (খাদিজার) পাশে দাঁড়ানোর অঙ্গীকার না করে ঘরে বসে তার জন্য বড় করে স্ট্যাটাস দিলেই তো হতো।’ সাবিনা লিখেন, ‘সংসদে ঢোকার আগ মুহূর্তে গেলাম লিপস্টিক কেন দিয়ে গেলাম, এটাও তো দোষ। সব কিছুর পর এটাই বলবো আমিই দায়ী, আমার একক দায়িত্ব ।

সাবিনার আগের প্রতিক্রিয়া

খাদিজার পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ফেইসবুকে প্রকাশের ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর সাবিনার আগের প্রতিক্রিয়া ছিল বর্তমান প্রতিক্রিয়ার অনেকটাই বিপরীত। তিনি ফেইসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘ছবিটি যদিও সেলফি না। ছোট ভাই শাহাদাতের তোলা । মনে হচ্ছে কতগুলো খুন করেছে। আর যে খাদিজাকে না বাঁচিয়ে ভিডিও করলো, এ ব্যপারে সবাই নিশ্চুপ। বেগম জিয়া সারাবছর গোলাপী লিপস্টিক দেয়, এটা চোখে পড়ে না। উনি তারপরও খাঁটি মুসলিম। আমরা ভদ্র ড্রেস পরে গেছি তারপরও কত কথা।’

(ঢাকাটাইমস/৬অক্টেবর/জেআর/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব অভ্যাস কিডনির ক্ষতি করছে, পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
ভারত-পাকিস্তান যতবার যুদ্ধে জড়িয়েছে
ভারতের পাঞ্জাবের অমৃতসরে ফের ব্ল্যাকআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা