রুমায় কেএনএফের আস্তানায় যা মিলল
বান্দরবানের রুমার কুত্তাঝিরি দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়।
একইদিন রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, অভিযানে কেএনএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেলে সেখানে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অনবরত গুলিবর্ষণ শুরু করে। কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিনজন কেএনএফ সন্ত্রাসী ঘটনাস্থলে নিহত হয়। তাছাড়া কয়েক জন সন্ত্রাসী গহীন জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকা তল্লাশি চালিয়ে সেনাবাহিনী কেএনএ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি চাইনিজ রাইফেল, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ইউনিফর্ম, বেতারযন্ত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পালিয়ে যাওয়া কেএনএ সন্ত্রাসীদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে আইএসপিআরের বার্তায় জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এমআর)
মন্তব্য করুন