স্ত্রী, শাশুড়ি ও সম্বন্ধীর পরিকল্পনায় বোয়ালমারীর মিজানুর খুন, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ২২:৩১
অ- অ+

ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন রুপাপাত বাজার এলাকায় মিজানুর মোল্যা (২৩) নামে এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনার রহস্য উন্মোচন করেছে র‌্যাব। স্ত্রী, শাশুড়ি ও সম্বন্ধী মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করেন বলে জানিয়েছে বাহিনীটি।

ক্লুলেস এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের পর ঢাকা টাইমসকে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে স্ত্রীসহ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‍্যাব জানায়, গত ২০ আগস্ট দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন রুপাপাত বাজারের পাশে মিজানুর মোল্যা (২৩) নামক এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে ভিকটিম মিজানের পরিবারের লোকজনদের খবর দেন। সেখানে গিয়ে ভিকটিমের বড়ভাই মো. আমিনুর মোল্যা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ভিকটিম মিজানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত ও রুক্তাক্ত অবস্থায় ভিকটিমের মৃতদেহ পড়ে আছে।

এ ঘটনায় আমিনুর মোল্যা বোয়ালমারী থানায় ভিকটিম মিজান মোল্যা হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রহস্য উদঘাটনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে রাজধানীর পল্টন থানাধীন কালভার্ট এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও মূল পরিকল্পনাকারী ভিকটিমের সম্বন্ধী মো. আরবান মোল্যা ওরফে ওমর ফারুককে (২০) গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই আসামি ভিকটিমের শাশুড়ি মোছা. রেখা বেগম (৫৫) ও ভিকটিমের স্ত্রী জয়নাবকে (১৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্পিভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দ্বারা পিটিয়ে ভিকটিম মিজান মোল্যাকে হত্যার পর তার লাশ বোয়ালমারী থানাধীন রুপাপাত বাজারের পাশে ফেলে রেখে চলে যান। পরবর্তীতে আসামিরা মামলা রুজু ও তদন্তের বিষয়টি জানতে পেরে নিজেদের আইনের হাত থেকে রক্ষা করার জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএম/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
শীতে জলপাই খেলে দূরে থাকবে ডায়াবেটিস ও ক্যানসার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা