এনসিসি ব্যাংকের উদ্যোগে বগুড়ায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ
এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ১০০ জন নারী উদ্যোক্তার জন্য তিন দিনব্যাপী ‘নারীদের ক্ষমতায়নে আর্থিক শিক্ষা ও কারিগরি দক্ষতা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, দেশের যুবকদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় ৪ লক্ষ যুবক ও যুব নারীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি এই উদ্যোগে এগিয়ে আসার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, সরকারের টেকসই উন্নয়ন কর্মসূচির আলোকে এনসিসি ব্যাংক সব জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্প্ক্তৃ করতে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তিসহ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আরো বেশি জ্ঞান আহরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা লাভজনক কাজে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত ও সৃজনশীলতার মধ্যে দিয়ে আজকের ক্ষুদ্র উদ্যোক্তারা বড় উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি পরিবেশের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার কমানো এবং জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিশেষে তিনি এনসিসি ব্যাংকের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই ধরনের প্রশিক্ষণ কোর্স আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানান।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/মোআ)
মন্তব্য করুন