বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৪০
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দল। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা।

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।

সভাপতি পদে নির্বাচিত অতিরিক্ত পরিচালক বিল্লাহ কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কর্মরত আছেন। তিনি ২০০৬ সালে সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত যুগ্ম পরিচালক মোস্তফা বর্তমানে ব্যাংকিং রেগুলেশন্স এন্ড পলিসি ডিপার্টমেন্ট এ কর্মরত। তিনি ২০১১ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। বিল্লাহ ও শ্রাবণ পূর্ববর্তী কাউন্সিলে যথাক্রমে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ ব্যাংকের ১ম শ্রেণির কর্মকর্তারা (সহকারী পরিচালক হতে নির্বাহী পরিচালক) এই সংগঠনের সদস্য। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতি দুই বছর পরপর এই সংগঠনের প্রতিটি পদের জন্য পৃথকভাবে নেতৃত্ব নির্বাচন করা হয়। তবে বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা নীল, হলুদ ও সবুজ বিভিন্ন প্যানেলে বিভাজন হয়ে এই বিভিন্ন পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে।

নির্বাচনে নীল দল সহ-সভাপতি, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর ও সদস্যসহ মোট নয়টি পদে জয়লাভ করে। অপর দিকে কেন্দ্রীয় ব্যাংকের অপর বৃহত্তম দল হলুদ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও ৩ টি সদস্যসহ মোট ৫ টি পদে জয়লাভ করেছে। নবগঠিত সবুজ দল ১টি সহ-সভাপতি পদে জয়লাভ করেছে।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন সহ-সভাপতি যুগ্ম পরিচালক তানভির আহমেদ, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী (সবুজ দল), সহ-সম্পাদক যুগ্ম পরিচালক এ ইউ এম মান্না ভূইয়া ও যুগ্ম পরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ যুগ্ম পরিচালক আফসানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ (হলুদ দল), দফতর সম্পাদক সাগর সরকার, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম (হলুদ দল)।

এ ছাড়াও নীল দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন, সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ও সহকারী পরিচালক প্রণয় রায় শুভ। হলুদ দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক শাহরিয়ার রহমান সামস, উপপরিচালক সাবিকুন নাহার শিরিন এবং সহকারী পরিচালক আবিদ আলী মোগল।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
রোকেয়া ও মোস্তফা রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-পলকসহ ৯ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা