ডিলারদের নিয়ে কক্সবাজারে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স ২০২৪

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০২| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
অ- অ+

শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত এই স্লোগানকে সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর কক্সবাজারের বে ওয়াচ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স যেখানে দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিবিএল পরিবারের সকল ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। কনফারেন্সের দুই দিনব্যাপী বর্ণিল আয়োজনে নানা কার্যক্রমে অংশ নেন ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার ও সহকর্মীরা।

আয়োজনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম ও হেড অব মার্কেটিং দিদারুল আলম খান।

বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য দেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে চলতি বছরের সাফল্য উদযাপনের পাশাপাশি ডিবিএল সিরামিকসের নতুন পণ্য-মোজাইক টাইলসের মোড়ক উন্মোচন করা হয়।

ডিবিএল সিরামিকস ২০১৭ সালে সিরামিক ইন্ডাস্ট্রিতে তাদের পথচলা শুরু করেছিল। টাইলসের গুণগতমান, নকশার বৈচিত্র্য এবং অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কারণে গ্রাহকদের মাঝে বেশ নন্দিত এই প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনই ডিবিএল সিরামিকসের লক্ষ্য।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা