বাংলাদেশের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন: উপাচার্য আমানুল্লাহ্
বাংলাদেশের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্।
বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাতীমারা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ্ বলেন, মানবসম্পদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই টেকসই করা সম্ভব নয়।
সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীনের উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ এই দেশগুলোর মাথাপিছু আয় একসময় প্রায় কাছাকাছি ছিলো। শুধুমাত্র মানবসম্পদে বিনিয়োগ করে এ দেশগুলো আজকে বিশ্বের প্রথম সারির দেশে পরিণত হয়েছে।
উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার কাজে তিনি হাত দিয়েছেন, সেটি বাস্তবায়িত হলে পুরো বাংলাদেশের আর্থসামাজিক চিত্র আগামী এক দশকে পরিবর্তন হয়ে যাবে।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/ইএস)
মন্তব্য করুন