গানের জগতে ছয় দশকের পথচলা নিয়ে রুনা লায়লা এখন ইউটিউবে
বাংলাদেশ তো বটেই ভারত-পাকিস্তানেও সমান জনপ্রিয় প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজ তার ৭২তম জন্মদিন। শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত শিল্পী।
রুনা লায়লা এবার নিজের জন্মদিনে বিশেষ চমক এনেছেন ভক্ত-শ্রোতাদের জন্য। ইউটিউবে খুলেছেন ‘দ্য রুনা লায়লা’ নামে অফিসিয়াল চ্যানেল। গায়িকা বরছেন, এটি শ্রোতাদর্শকদের জন্য তার উপহার।
এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেছেন, ‘আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, উপহার দেন। সেইসঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ তো থাকেই।’
‘আমার এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেবো। সেই উপহারটি হলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্য রুনা লায়লা’। সেই ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধও জানিয়েছেন বরেণ্য এই শিল্পী।
গানের জগতে তার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছেন এবং আগামীতে কী করবেন তা ইউটিউব চ্যানেলে তুলে ধরার কথা বলেন রুনা লায়লা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনাদের সবাইকে পাশে চাই।’
ভক্ত-শ্রোতাসহ সকলের ‘ভালোবাসা যেন থাকে’ অনুরোধ করে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী আরও বলেন, ‘আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন। আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।’
১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্ম নেওয়া রুনা লায়লা বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক গানের জন্য বিখ্যাত। বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে।
সুদীর্ঘ সঙ্গীত জীবনে রুনা লায়লা বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে কণ্ঠ দিয়েছেন। বাংলা ছাড়াও উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গাওয়ার রেকর্ড রুনা লায়লার। তার কণ্ঠে সুফিগান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/ডিএম)
মন্তব্য করুন