ভারত-বাংলাদেশ একে অন্যের প্রতি আগের থেকেও বেশি নির্ভরশীল: প্রণয় ভার্মা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:৩০
অ- অ+

ভারত আর বাংলাদেশের সম্পর্ক কেমন তার ধারণা দিতে গিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘দুই দেশ একে অন্যের প্রতি আগের থেকে বেশি নির্ভরশীল।’

রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের একটি অধিবেশনে অংশ নিয়ে ভারতীয় হাইকমিশনার একথা বলেন।

প্রণয় ভার্মা মনে করেন, দুই দেশের এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য ও নিরাপত্তার ওপর ভিত্তি করে রয়েছে। এই সম্পর্ককে যেভাবেই বর্ণনা করা হোক না কেন, দু্ই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সন্ত্রাসের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স দুই দেশের সম্পর্ক গভীর করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সম্পর্ক একে অপরের প্রতি আগের চেয়েও বেশি নির্ভরশীল।’

‘একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে একটি সমৃদ্ধ ভারতও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।’

ঢাকায় চলমান আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বে অব বেঙ্গল কনভারসেশনে এবারের থিম ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা