ইন্টারপোলের রেড নোটিশ থেকে হারিছ চৌধুরীর নাম প্রত্যাহার
অবশেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর নাম ইন্টারপোলের রেড নোটিশ থেকে বাদ দেয়া হয়েছে। ইন্টারপোলের ওয়েব সাইট থেকে তার নাম প্রত্যাহার প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) সিআইডি মতামত দিলে এনসিবি তার নাম প্রত্যাহারের উদ্যোগ নেয়।
সম্প্রতি সিআইডির ফরেনসিক বিভাগ হারিছ চৌধুরী ও তার মেয়ের ডিএনএ পরীক্ষা করে পরিচয় ও লাশ শনাক্ত করে । এর পর পুলিশ সদর দপ্তরে রেড নোটিশ থেকে নাম প্রত্যাহারে মতামত দেয়। এনসিবি রেড নোটিশ থেকে নাম প্রত্যাহারের উদ্যোগ নেয়।
মঙ্গলবার রাতে ইন্টারপোলের ওয়েবসাইটের ওয়ান্টেড তালিকায় দেখা গেছে, বাংলাদেশ চ্যাপ্টারে রেড নোটিশ কর্নারে বর্তমানে ৬৩ জনের নাম রয়েছে। এর মধ্য হারিছ চৌধুরীর নাম নেই।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার সম্পূরক চার্জশিটে বিএনপি নেতা হারিছ চৌধুরীকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের ১০ অক্টোবর ওই মামলার রায়ে তার যাবজ্জীবন কারদণ্ড দেন আদালত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ওই বছরই পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তবে ২০০৭ সালের ওয়ান-ইলেভেনে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এফএ)
মন্তব্য করুন