সরকারি চাকরিতে ২২ হাজার কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে দুপুরে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৯| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৪
অ- অ+

সরকারি চাকরিতে নিয়োগের বড় ঘোষণা আসছে আজ দুপুরে। যেখানে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২২ হাজার জনকে নিয়োগ দেবে অন্তর্বর্তীকালীন সরকর।

আজ দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, ২২ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কয়টিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা