বিমানবন্দরে আটকে গেলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪১| আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২১:০২
অ- অ+
ফাইল ছবি

সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন।

শনিবার সকালে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, সুবর্ণা মুস্তাফা চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছিলেন। তার সঙ্গে স্বামী বদরুল আনামও ছিলেন। সকালে তারা বিমানবন্দরে গিয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেন। পরবর্তীতে বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

নাম প্রকাশ না শর্তে বিমানবন্দরের একজন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, সকালে ব্যাংকক যাবার জন্য বিমানবন্দরে আসেন সুবর্ণা মুস্তাফা দম্পতি। সেখানে চেক-ইন এবং ইমিগ্রেশন শেষ করেন তারা। বিমান ওঠার ঠিক আগ মুহূর্তে তাকে আটকে দেওয়া হয়। তাকে কিছু সময় জিজ্ঞাসাবাদ শেষে করা হয়। পরবর্তীতে তাকে জানানো হয়, তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পর্যবেক্ষণে আছেন। তাই তাদের দেশের বাইরে যেতে দেওয়া হবে না। পরে পাসপোর্ট রেখে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সুবর্ণা মুস্তাফা। তিনি সর্বশেষ সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছিলেন।

এর আগে ১১ নভেম্বর দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য (ভিসি) ও আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে। ব্রিটিশ পাসপোর্টে দেশ ছাড়তে চেয়েছিলেন। সেসময় তার পাসপোর্ট রেখে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা