ডেমরায় ৯৮৫ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
রাজধানীর ডেমরার একটি বাসা থেকে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ মোছা. তাসলিমা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকার একটি ভাড়া বাসায় কয়েকজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই বাসায় অভিযান চালায় ডিবি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে গেলেও গ্রেপ্তার হন তাসলিমা। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শোবার ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তালেবুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তাসলিমা তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করার কথা স্বীকার করেছেন।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন