ঢাকায় মানুষ জড়ো করা সেই মোস্তফা আমীনের বিরুদ্ধে মামলা হচ্ছে
বিনাসুদে এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত সাধারণ মানুষকে ঢাকায় আনার অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’এর প্রধান এবিএম মোস্তফা আমীনের বিরুদ্ধে মামলা হচ্ছে। সোমবার শাহবাগ থানায় এই মামলার প্রস্তুতি চলছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মোস্তফা আমীনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা হবে। এখন পর্যন্ত এই কথিত সংগঠনের ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া সমাবেশ, নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে।’
এর আগে রবিবার মধ্যরাত ও সোমবার সকালে গরিব ও অসহায় কয়েক শ মানুষকে চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বাস-মাইক্রোবাস ভর্তি করে ঢাকায় আনা হয়। তারা শাহবাগ ও এর আশপাশে অবস্থান নেন।
যদিও ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া এসব মানুষদের বাড়ি ফিরে যেতে বলে পুলিশ। উদ্ভুত ঘটনার পেছনে নাশকতার ইন্ধন পায় আইনশৃঙ্খলা বাহিনী।
রাতে পুলিশের একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানায়, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর আহবায়ক মোস্তফা আমীন আজকের সমাবেশের প্রধান অতিথি ছিলেন। আর সমাবেশের প্রস্তুতি কমিটির আহবায়ক ছিলেন জিয়াউর রহমান সৈয়দ ইসতিয়াক আহমেদ। কলাবাগান থানা পুলিশ তাদের আটক করে।
সূত্র বলছে, সাধারণ মানুষকে সুদ ছাড়া এক লাখ দেওয়ার জন্য জনপ্রতি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। যা রেজিস্ট্রেশন বাবদ দেখানো হয়। এছাড়া এই সমাবেশে নাশকতা করে আন্তর্জাতিক মহলে দেখানোর চেষ্টা ছিল, দেশের সাধারণ মানুষ বর্তমান সরকারকে চায় না। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের কার্যক্রম নৎসাৎ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএস/ইএস
মন্তব্য করুন