বিএনপির কোনো কর্মীর গায়ে কেউ ফুলের টোকা দিলে তাকে আইনের আওতায় আনতে হবে: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ২৩:২৮
অ- অ+

ফরিদপুরের সালথায় এক বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সতর্ক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি আরও বলেন, বিএনপি কারো ওপর নির্যাতন করতে চায় না। কেউ যদি বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের কিংবা আমার কোনো নেতার কর্মীর উপর ফুলের টোকা দেয় তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিন্টু মাতুব্বরের বাড়ি পরিদর্শন গিয়ে তিনি তাকে সতর্ক করেন। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে ওই বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও আগুন দেয় মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বরের সমর্থকরা।

শামা ওবায়েদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সালথায় আওয়ামী লীগের কারো ওপর জুলুম-অত্যাচার করা হয়নি। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। বিএনপির ইফতার পার্টিতে যাওয়ার কারণে মিন্টুর বাড়িতে আগুন দেওয়ার যেই কাজটা আফছার ও তার দোসররা করেছে, সেটা আওয়ামী লীগের একটা জঘন্য চরিত্র। এই চরিত্র থেকে আওয়ামী লীগ বের হতে পারে নাই।

আওয়ামী লীগ নেতা আফছারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আফছার চেয়ারম্যান যদি এই সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। তাহলে তাকে দলমত নির্বিশেষে মিলেমিশে চলতে হবে। আর যদি এ ধরনের অন্যায় কাজ করে তাহলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেব। এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

বিএনপির নেতাদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররা (আফছাররা) এত বড় সাহস পায় কোথা থেকে। নিশ্চয়ই এদের বিএনপির কোনো নেতা শেল্টার দেয়। আওয়ামী লীগ নেতাদের বিএনপির কেউ যদি সহযোগিতা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অপকর্ম করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আমারও একই কথা।

এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুববর, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেন, যুবদল নেতা মামুন চৌধুরী, মাহফুজ খান, ছাত্রদল নেতা রাজ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের, ১-১ সমতা
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা